Let your mind to be opened to explore the truth
This is my way (ISLAM); I invite to Allah with insight :12-No Sura Yousuf: Verse-108.”

দাজ্জাল সম্পর্কে ইহুদী ও খ্রিষ্টানদের দৃø

আল্লাহ যখন জমিনে কোন কিছু ঘটাতে চান, তখন উনি তার ক্ষেত্র প্রস্তুত করেন। ইসলামী শরীয়াহ ভিত্তিক যে শাসন ব্যবস্থা ইরাকের ভূখণ্ডে সম্ভব হয়নি জাতীয়তাবাদী সমাজতন্ত্রে বিশ্বাসী সাদ্দাম হোসেনের আমলে, তা পুনঃনির্মিত হল পশ্চিমাদের আগ্রাসনের পরে। ১৫ ই অক্টোবর ২০০৬ তে আহলে সুন্নাহ ওয়াল জামাহ এর ইসালামপন্থীরা Islamic State of Iraq (ISI) গঠনের ঘোষণা দিল। তারা নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করতে সক্ষম হয় আল আনবার প্রদেশ, নিনাওয়া প্রদেশ, কিরকুক প্রদেশ, সালাদিন প্রদেশের অধিকাংশ এবং বাবিল, দিয়ালা, বাগদাদ প্রদেশের একাংশে। আর বাকুবাকে রাজধানী ঘোষণা করে এবং মার্কিন জোটের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করতে থাকে। রাসুল (সাঃ) এর বংশীয় একজনকে তারা আমীর নিযুক্ত করেছে। এমনকি ২০১১ সালে জোট বাহিনীর প্রস্থানের পরও তারা আজ পর্যন্ত ইরাকের পুতুল সরকারের মোকাবিলা করছে। এই ভূখণ্ডটি পতাকা কালোর ভিতরে সাদা কালিমা খচিত, এরা জাতীয়তাবাদী কোন রঙ্গিন পতাকা গ্রহণে ব্যর্থ হয়েছে। 

২০১১ সালের মাঝামাঝি সময়ে সিরিয়াতে বনু কাল্ব গোত্রের অত্যাচারী শাসক বাশার আল আসাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআর সাথে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হয়। এরপরে ২০১২ সালে এই Islamic State of Iraq (ISI) সেই যুদ্ধে অংশ গ্রহণ পূর্বক সীমানা বাড়িয়ে সিরিয়ার আল রাক্কা, ইদলিব এবং আলেপ্পো প্রদেশে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করে এবং নিয়ন্ত্রিত ভূখণ্ডের নতুন নাম দেয় Islamic State of Iraq and Sham (ISIS). তাদের নিজস্ব কোর্ট ভবন, পুলিশ প্রশাসন, সামরিক শাখা, শিক্ষা প্রতিষ্ঠান, পুনর্বাসন বিভাগসহ পূর্ণ রাষ্ট্রীয় কাঠামো আছে। ইউটিউবে  The Light Revelations Pt. 5 (Syria_ Stories Of Allegiance) H লিখে সার্চ দিলে এর উপর একটি ভিডিও দেখা যাবে। 

আর এই খবরটিকে পশ্চিমা দাজ্জালি মিডিয়া ও বিশ্বের বিভিন্ন ভূখণ্ডের দালাল মিডিয়া বরাবরই ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রেখেছে এবং রাখছে। 

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

আমার উম্মতের মধ্যে একটি দল বসরা (ইরাকের শহর) নামক স্থানে এসে উপনীত হবে। ওখানে তাদের সংখ্যা এবং বিদ্রোহ প্রচুর পরিমাণে হতে থাকবে। এরপর পশ্চিমারা আসবে। ঐ সময় মুসলমান তিনটি দলে বিভক্ত হয়ে যাবে, একদল উটের লেজ ধরে মরুভূমিতে চলে যাবে এবং ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় দল নিজেদের জীবন বাঁচাতে গিয়ে বসে যাবে এবং কাফের হয়ে যাবে। এই দল এবং প্রথম দল শাস্তির যোগ্য হবে। আর তৃতীয় দল পরিবারকে পেছনে ফেলে যুদ্ধের ময়দানে চলে আসবে। সুতরাং তাদের নিহতরাই জান্নাতে যাবে এবং এদের অবশিষ্টদের হাতেই আল্লাহ মুসলমানদের বিজয় দান করবেন

(মুসনাদে আহমাদ , হাদিস নং ২০৪৭৫)

উল্লেখ্য বিমান হামলার পরের দিন সর্বপ্রথম পদাতিক আক্রমণ এই বসরা দিয়েই শুরু হয়েছিল। পশ্চিমাবাসীদের পক্ষ হয়ে প্রথম থেকেই ইরাকিদের বিপক্ষে যুদ্ধে অংশ নেয় কুর্দিদের একটি গ্রুপ। 

ইরাকের তখন সরকারীভাবে ৩,৭৫,০০০ পদাতিক সেনা, ২০০০ নৌ সেনা, ২০০০০ বিমান সেনা, ১৭০০০ আকাশ প্রতিরক্ষা সেনা, ৪৪০০০ আধাসামরিক, ৮০০০০ রিপাবলিকান গার্ড এবং রিসার্ভ ৬,৫০,০০০ সেনা ছিল। এদের একটা অংশ যুদ্ধে অংশ নেয়, অনেকে বন্দী হয় আবার অনেকে নিহত হয়। কিন্তু এই সরকারী বাহিনীর বাইরে ছিল স্থানীয়ভাবে অনেক ছোট ছোট দল।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

এমন সব বিপদ আপদ আসবে যে মানুষ কোন আশ্রয় খুঁজে পাবে না। এই বিপদ আপদগুলো বৃহত্তর সিরিয়ায় (জর্ডান, সিরিয়া, লেবানন, প্যালেস্টাইন, দখলদার ইসরাইল) ঘুরে বেড়াবে, ইরাকে গিয়ে পড়বে আর জাজিরাতুল আরবের হাত পা বেধে ফেলবে। একদল লোক এই বিপদ আপদের বিরুদ্ধে লড়াই করবে। কেউই এদের (লড়াইকারীদের) ব্যাপারে সহমর্মিতা প্রকাশ করবে না অথবা বলবে না, হায়!!যখন তারা এক পাশ থেকে এই বিপদ আপদকে সরিয়ে দিবে, তখন অন্য পাশ থেকে বিপদ আপদ শুরু হবে  

(মুন্তাখাব কানাজুল উম্মাল, খণ্ড ৫, পৃষ্ঠা ৩৮-৩৯)

এছাড়া শুধু ইমানী দায়িত্ব হিসাবে মুসলিম ভাই ও বোনের সাহায্যের জন্য জীবন হাতে নিয়ে ইরাকি ভূখণ্ডের বাইরে থেকে এসে হাজির হন অনেক মুসলমান। এদের মধ্যে পশ্চিমা জোটের হাতে ২০০৫ পর্যন্ত মিশর, সিরিয়া, সুদান, সৌদি আরব, জর্ডান, যুক্তরাষ্ট্র, ইরান, প্যালেস্টাইন, তিউনিশিয়া, আলজেরিয়া, লিবিয়া, তুরস্ক, লেবানন, ভারত, কাতার, আরব আমিরাত, যুক্তরাজ্য, ডেনমার্ক, ফ্রান্স, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইসরাইল, কুয়েত, মেকাডোনিয়া, মরক্কো, সোমালিয়া, ইয়েমেন এর মোট ৬১৯ জন পাসপোর্টধারী বন্দী হন।

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

ইরাকবাসীরা তিন ভাগে বিভক্ত হয়ে যাবেএকভাগ যুদ্ধকালীন সময়ে লুঠতরাজে ব্যস্ত হয়ে যাবে। এক দল পরিবার পরিজনকে ফেলে পালিয়ে যাবে। আর একদল যুদ্ধ করবে। যখন তুমি এহেন অবস্থা প্রত্যক্ষ করবে, তখন তুমি কেয়ামতের জন্য প্রস্তুতি নাও

(ফারাইদ ফাওয়াইদ ফিকির ফি ইমাম আল মাহদি আল মুন্তাজার) 

এই হাদিসে যুদ্ধকালীন ইরাকবাসিদের আচরণ যেভাবে বলা হয়েছে, শেষ পর্যন্ত তাই হয়েছিল। সবচেয়ে বেশি অর্থমূল্যের লুটতরাজ হয়েছিল বাগদাদ জাতীয় যাদুঘরে। এছাড়া গোটা যুদ্ধের শুরুর থেকে সারা ভূখণ্ডে প্রায় ৫০১০০ টি বিভিন্ন ধরনের সামগ্রী লুটের ঘটনা রেকর্ড করা হয়। ২০০৫ সালে কর্নেল ম্যাথিউ বোগদানোস তার Thieves of Bagdad  বইতে এর অনেক ঘটনা লিপিবদ্ধ করেছে। আর এই যুদ্ধকে শেষ জামানের একটি আলামত হিসাবেই চিহ্নিত করা হয়েছে। 

আরেক বর্ণনায় এসেছে,

ইরাকিদের কোন ওজনমাপক যন্ত্র পর্যন্ত থাকবে না এবং কেনা বেচার জন্য কোন অর্থ পর্যন্ত থাকবে না

(মুন্তাখাব কানাজুল উম্মাল, খণ্ড ৫, পৃষ্ঠা ৪৫)

এর দ্বারা মূলত যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক অবস্থাকে বোঝানো হয়েছে। এর একটা চিত্র ইরাক ইরান যুদ্ধের পরেই ফুটে উঠে। কিন্তু অর্থনৈতিক অবরোধ আর যুদ্ধের পরে তা তীব্র রূপ ধারণ করে।

হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসুল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

অদূর ভবিষ্যতে ফোরাত সোনার ভাণ্ডার উন্মুক্ত করে দেবে। সে সময়ে এ ওখানে উপস্থিত থাকবে, সে যেন তার থেকে কিছুই গ্রহণ না করে

(সহিহ বুখারি, খণ্ড ৬, পৃষ্ঠা ২৬০৫; সুনানে তিরমিজি, খণ্ড ৪, পৃষ্ঠা ৬৯৮)

হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসুল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 

সেই পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না ফোরাত থেকে সোনার পাহাড় বের হবে। তার জন্য মানুষ যুদ্ধ করবে এবং প্রতি একশ জনে নিরানব্বই জন লোক মারা যাবে। যে কজন জীবনে রক্ষা পাবে, তারা প্রত্যেকে মনে করবে, বোধ হয় একা আমিই জীবিত আছি

(সহিহ মুসলিম, খণ্ড ৪, পৃষ্ঠা ২২১৯)

দজলা ও ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে। এবং এ নিয়ে নাসার গবেষকরাও খুবই চিন্তিত ।
 
১২/০২/২০১৩
 এ একটা রিপোর্টে নিউইয়র্ক টাইমস বলেছে, নাসার গবেষকরা এবং ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি লক্ষ করছে, গত ১০ বছরে ১১৭ লক্ষ একর ফুট খাদের পানি শুকিয়ে গেছে।

অর্থাৎ এই নদীর পানি শুকানো হচ্ছে কেয়ামতের কয়েকটা আলামতের একটা। কিন্তু কেয়ামত আসার আগে অনেক কিছুই ঘটবে, যেমন ইমাম মাহদি এবং দজ্জালের আবির্ভাব ।

আবার কেউ কেউ এই হাদিসের ব্যাখ্যা করেছেন, এখানে স্বর্ণবলতে তেলসম্পদকে বোঝানো হয়েছে। কারণ, খনিজ তেলকে ব্ল্যাক গোল্ডবলা হয়। ২০০৩ সালে শুরু হওয়া ইরাক যুদ্ধে ফোরাত নদীর উপকূলবর্তী শহর ফালুজাতে মার্কিন ও মুজাহিদদের মধ্যে তীব্র যুদ্ধ হয়েছিল।

ইমাম মাহদির আগমনের ঠিক পূর্ব হতে শুরু হওয়া যুদ্ধ থেকে শুরু করে উনার অবস্থানকালীন ও নেতৃত্বাধীন সকল যুদ্ধের ধারাবাহিক বর্ণনা সহকারে ইয়াজুজ মাজুজ হয়ে কিয়ামতের সমস্ত আলামত বর্ণনা করে হযরত হুজায়ফা (রাঃ) এর সুবিস্তৃত হাদিস আছে। আমাদের আলোচ্য বিষয় যেহেতু এখন ইরাক, তাই শুধু এর সাথে সংশ্লিষ্ট ধারাবাহিক অংশটি বর্ণনা করছি।

হযরত হুজায়ফা (রাঃ) বর্ণনা করেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন বলেন, জাওরায় (বর্তমান বাগদাদ) যুদ্ধ হবেসাহাবাগন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল, জাওরা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “পূর্বদিককার একটি শহর, যেটি কয়েকটি নদীর মধ্যখানে অবস্থিত। আল্লাহর সৃষ্টিকূলের নিকৃষ্টতম সৃষ্টি ও আমার উম্মতের অত্যাচারী লোকেরা সেখানে বাস করে। তাদের উপর চার ধরনের শাস্তি চাপিয়ে দেওয়া হবে। অস্ত্রের শাস্তি (মানে যুদ্ধ), মাটিতে ধ্বসে যাওয়ার শাস্তি, পাথরের শাস্তি ও আকৃতি বিকৃত হওয়ার শাস্তি

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বললেন, “যখন সুদানিরা বের হবে এবং আরবদের বেরিয়ে আসার আহ্বান জানাবে, এমনকি আরবরা বাইতুল মুকাদ্দাস কিংবা উর্দুন (বর্তমান জর্ডান) পৌঁছে যাবে, ঠিক এমন সময় সুফিয়ানি (সিরিয়ার বনু কাল্ব গোত্রীয় কুরায়শি শাসক) তিনশো ষাট অশ্বারোহী সঙ্গে নিয়ে বেরিয়ে আসবে। তবে কোন একটি মাস অতিবাহিত হবে না, যাতে বনু কাল্বের ত্রিশ হাজার মানুষ তার হাতে বাইয়াত করবে

সুফিয়ানি একটি বাহিনী ইরাকে প্রেরণ করবে, যার ফলে জাওরায় এক লাখ মানুষ নিহত হবে। তার অব্যাহতির পর সে দ্রুত গতিতে কুফার দিকে অগ্রসর হবে এবং কুফাকে লুণ্ঠন করবে। এমন সময় পূর্বদিক (খোরাসান) থেকে দাব্বাআত্মপ্রকাশ করবে, যাকে বনু তামিমের সুয়াইব বিন সালিহ নামক এক ব্যক্তি হাকিয়ে নিয়ে আসবে। এই লোকটি সুফিয়ানির সৈন্যদের হাত থেকে কুফার বন্দিদের ছাড়িয়ে আনবে এবং সুফিয়ানির সৈন্যদেরকে হত্যা করবে  

(আসসুনানুল ওয়ারিদাতুল ফিল ফিতান, খণ্ড ৫, পৃষ্ঠা ১১০) 

এই হাদিসে জাওরায় যুদ্ধ হবে বলা হয়েছেজাওরা’ বাগদাদের অপর নাম। এই অঞ্চলটি দজলাফোরাতদুটি নদীর মধ্যখানে অবস্থিত।

হাদিসে খোরাসান থেকে একটি দাব্বাআত্মপ্রকাশ করার কথা বলা হয়েছে। এর শাব্দিক অর্থ বাহন। যেটি চালাবেন বনু তামিম গোত্রের সুয়াইব বিন সালিহ নামক এক ব্যক্তি। হতে পারে, এটি খোরাসান থেকে আগত বাহিনীর একটি অংশ।

লক্ষ্যনীয় বিষয় হল, এখানে হাদিসে রাসুল (সাঃ) ইরাকের যুদ্ধের পরই সিরিয়াতে বনুকাল্ব গোত্রের এক অত্যাচারী কুরায়শি শাসকের আবির্ভাবের ঘটনা উল্লেখ করেছেন।

আর ২০১১ সালে ডিসেম্বরে জোট বাহিনীর শেষ সেনাদলের প্রস্থানের পর ইরাক যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়। আর ২০১১ সালের এপ্রিল মাসে সিরিয়ার শিয়া আকিদায় বিশ্বাসী বনুকাল্ব গোত্রের কুরায়শি শাসক বাশার আল আসাদের অত্যাচারী রূপ প্রকাশ পেতে শুরু করে। সিরিয়াতে আহলে সুন্নাহ ওয়াল জামাহ এর সাথে তার অনুসারী সমগোত্রীয় নুসাইরিয়া  সম্প্রদায় সব ধরনের রাষ্ট্রীয় যুদ্ধযান নিয়ে যুদ্ধে  অবতীর্ণ হয়। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব সিরিয়ার বনুকাল্ব গোত্রের কুরায়শি শাসকঃ ইমাম মাহদির বিরুদ্ধে যুদ্ধে সংশ্লিষ্টতা সম্পর্কে হাদিস ও সেখানে দাজ্জালি এডভান্স ফোর্সের বর্তমান কার্যক্রম লিখাতে। 

আব্দুল্লাহ ইবনে হাওয়ালাহ (রাঃ) আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন, যে উনি বলেছেনঃ

পরিস্থিতি তার কাজের ধারা অনুযায়ী চলতে থাকবে যতক্ষণ না তোমরা তিনটি বাহিনীতে পরিণত হওঃ একটি বাহিনী সিরিয়ার, একটি বাহিনী ইয়েমেনের আর আরেকটি ইরাকের 

ইবন হাওয়ালাহ (রাঃ) বললেনঃ হে আল্লাহর  রাসুল! যদি আমি সেই দিন পর্যন্ত বেঁচে থাকি তবে আমার জন্য একটি বাহিনী নির্ধারন করে দিন

আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তর দিলেন,

তোমার সিরিয়া যাওয়া উচিত হবে কারন এটি আল্লাহর ভূমিদের মধ্যে সবচেয়ে উত্তম, এবং উনার শ্রেষ্ঠ বান্দারাই সেখানে জড়ো হবে! এবং যদি তুমি তা না চাও তবে তোমার ইয়েমেনে যাওয়া উচিত এবং সেখানকার কূপ থেকে পানি পান করা উচিত। কারন আল্লাহ আমাকে নিশ্চিত করেছেন যে, উনি সিরিয়া এবং তার মানুষের উপর খেয়াল রাখবেন”!

(ইমাম আহমেদ ৪/১১০, আবু দাউদ ২৪৮৩)

এই হাদিসের প্রথম লাইনের বাস্তবায়ন হয়ে গেছে। আজ এই মুহূর্তে এই তিন দেশে এরকম তিনটি বাহিনী অবস্থান নিয়েছে। আগামী  সিরিয়ার বনুকাল্ব গোত্রের কুরায়শি শাসকঃ ইমাম মাহদির বিরুদ্ধে যুদ্ধে সংশ্লিষ্টতা সম্পর্কে হাদিস ও সেখানে দাজ্জালি এডভান্স ফোর্সের বর্তমান কার্যক্রমইয়েমেনঃ ইমাম মাহদির আগমনের পূর্বে ও পরে যুদ্ধে সংশ্লিষ্টতা সম্পর্কে হাদিস ও সেখানে দাজ্জালি এডভান্স ফোর্সের বর্তমান কার্যক্রম এ বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ।

হাদিসে বর্ণিত সেই অত্যাচারী সিরিয়ার বনুকাল্ব গোত্রের কুরায়শি শাসক একদিন ইরাকের কুফা নগরী পর্যন্ত পৌঁছে যাবে।

আরেক বর্ণনায় আছে,

কুফার অধিবাসীরা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ বনুকাল্ব গোত্রের সিরীয় শাসকের সাথে যোগ দিবে। এরা আল্লাহর নিকৃষ্টতম সৃষ্টি হিসাবে বিবেচিত হবে। একভাগ তার বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তারা আল্লাহর সম্মানিত বান্দা হিসাবে বিবেচিত হবে। আর তৃতীয় ভাগ এই যুদ্ধকালীন সময়ে লুঠতরাজে ব্যস্ত হয়ে পড়বে এবং তারা পাপী হিসাবে বিবেচিত হবে

(আন নাজমুস সাকিব ফি বাইয়ানি আন্নাল মাহদি মিন আবদাল আলী বিন আবু তালিব)

কুফা শহরটি ইরাকের বাগদাদ নগরীর ১৭০ কিলোমিটার দক্ষিনে এবং নাজাফের ১০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। এটির অবস্থান ফোরাত নদীর তীরে। নাজাফ, সামারা, কারবালা, কাদিমিয়া এবং নাজাফের মতোই কুফা শিয়া আকিদায় বিশ্বাসী প্রধান একটি নগরী।

রয়টার্সের অন লাইন সংস্করণ www.reuters.com এ গত ১৬ ই অক্টোবর ২০১২ তারিখের প্রতিবেদন Iraqi Shi'ite militants fight for Syria's Assad এ ইরাকের এই সব শিয়া আকিদায় বিশ্বাসী প্রধান নগরীগুলো থেকে সিরিয়ায় গিয়ে  বনু কালব গোত্রের বর্তমান অত্যাচারী শাসক বাসার আল আসাদের পক্ষ নিয়ে যুদ্ধে অংশগ্রহণের খবর নিশ্চিত করেছে। 

মিনাতে হজ্জের মৌসুমে রক্তাক্ত সংঘাতের পর ইমাম মাহদির আত্ম প্রকাশের পর খোরাসানের কালো পতাকাবাহীদের পরে ইরাকের আসাইব’-রাই হবেন সেই ভাগ্যবান, যারা ইমাম মাহদির হাতে বাইয়াত হবেন।

উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা (রাঃ) বর্ণনা করেন, আমি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি,

জনৈক খলীফার মৃত্যুকে কেন্দ্র করে করে বিরোধ সৃষ্টি হবে। তখন মদিনার একজন লোক পালিয়ে মক্কা চলে আসবে (এই আশঙ্কায় যে, পাছে মানুষ আমাকে খলীফার পদে অধিষ্ঠিত করে কিনা)। মক্কার লোকেরা তাঁকে খুঁজে বের করে অনিচ্ছা সত্ত্বেও রুকুন এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি স্থানে বাইয়াত গ্রহণ করবে।

বাইয়াতের খবর শুনে সিরিয়ার দিক থেকে এক বিশাল বাহিনী প্রেরিত হবে। মক্কা মদিনার মাঝামাঝি বায়দা নামক স্থানে এসে পৌঁছানোর পর এই বাহিনীটিকে ভূগর্ভে ধসিয়ে দেওয়া হবে। বাহিনী ধ্বসের সংবাদ শুনে সিরিয়ার আবদাল’ (শ্রেষ্ঠ  মুসলমানগণ) ও ইরাকের আসাইব (সম্মানিত মুসলিম ব্যক্তিবর্গ) মক্কায় এসে তাঁর (ইমাম মাহদির) নিকট বাইয়াত হবে। অতঃপর সিরিয়ার বনু কালব গোত্রের এক কুরায়শী শাসকের আবির্ভাব হবে। সিরিয়ার দিক থেকে সে বাহিনী প্রেরণ করবে। কিন্তু আল্লাহ তাদেরকে পরাস্ত করবেন, যার ফলে তাদের উপর বিপদ নেমে আসবে। এটিই হল কালবের যুদ্ধযে ব্যক্তি কালবের যুদ্ধলব্ধ সম্পদ থেকে বঞ্চিত হবে, সে ব্যর্থ বলে বিবেচিত হবে। তাঁরপর তিনি ধনভাণ্ডার খুলে দেবেন, মাল দৌলত বণ্টন করবেন এবং ইসলামকে বিশ্বময় খেলাফতের আদলে সুপ্রতিষ্ঠিত করবেন। এই অবস্থা অব্যাহত থাকবে সাত বছর কিংবা (বলেছেন) নয় বছর

(আল মুজামুল আওসাত, খণ্ড ২, পৃষ্ঠা ৩৫; মুসনাদে আবী ইয়ালা, হাদিস ৬৯৪০; ইবনে হিব্বান, হাদিস ৬৭৫৭; আল মুজামুল কাবীর, হাদিস ৯৩১)

উপরে উল্লেখিত সিরিয়ার বনু কালব গোত্রের এই কুরায়শী শাসক ইমাম মাহদির আত্মপ্রকাশের আগ দিয়ে ইরাকের কুফা শহরেও তার বাহিনী প্রেরণ করবে।

উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা (রাঃ) বলেন, আমি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি,

বনু কালব গোত্রের এক কুরায়শী শাসক সিরিয়াতে আত্মপ্রকাশ করবে। তার পর সে কুফার উদ্দেশ্যে রওনা করবে। সে সময় মদিনা আক্রমণের জন্য সে একটি বাহিনী প্রেরণ করবে। তারা আল্লাহপাকের ইচ্ছানুপাতে যুদ্ধ করবে। এমনকি গর্ভস্থিত সন্তানটিকে পর্যন্ত সে হত্যা করবে। এই গোলযোগপূর্ণ পরিস্থিতিতে ফাতেমার কিংবা বলেছেন আলীর বংশের এক আশ্রয় গ্রহণকারী হারামে আশ্রয় গ্রহণ করবে। তখন তাকে ধরার জন্য উক্ত বাহিনী তার কাছে ছুটে যাবে। বাহিনীটি বায়দা নামক স্থানে উপনীত হওয়ার পর তাদের ধ্বসিয়ে দেওয়া হবে। শুধু সেই লোকটি রক্ষা পাবে, যে মানুষকে সতর্ক করে বেড়াবে

(ইলাল, খণ্ড ২, পৃষ্ঠা ৪২৫)

খোরাসান থেকে বের হওয়া কালো পতাকাবাহী বাহিনী ইমাম মেহেদীর হাতে বাইয়াত গ্রহণের পূর্বে ইরাকের কুফা নগরীতে সিরিয়ার বনু কাল্ব গোত্রীয় কুরায়শি শাসকের (হাদিসের বর্ণনাগুলোতে সুফিয়ানি হিসাবে এসেছে) মোকাবিলা করবে। 

হযরত আরতাত (রাঃ) বলেন,

সুফিয়ানি কুফায় প্রবেশ করবে। তিনদিন পর্যন্ত সে দুশমনদের বন্দীদেরকে সেখানে আটকে রাখবে এবং সত্তর হাজার কুফাবাসীকে হত্যা করে ফেলবেতারপর সে আঠার দিন পর্যন্ত আঠার দিন পর্যন্ত সেখানে অবস্থান করে তাদের (কুফাবাসীদের) সম্পদগুলো বণ্টন করবে। তাদের (কুফাবাসীদের) মধ্যে একদল খোরাসানে ফেরত যাবে। সুফিয়ানির সৈন্যবাহিনী আসবে এবং কুফার বিল্ডিংগুলো ধ্বংস করে সে খোরাসানবাসীদেরকে তালাশ করবে। খোরাসানে একটি দলের আবির্ভাব ঘটবে, যারা ইমাম মাহদির দিকে আহ্বান করবে। অতঃপর মাহদি ও মানসুর (একজন সেনাপতি) উভয়ে উভয়ে কুফা থেকে পলায়ন করবে। সুফিয়ানি উভয়ের তালাশে সৈন্য প্রেরণ করবে। অতঃপর যখন মাহদি ও মানসুর মক্কায় পৌঁছে যাবে, তখন সুফিয়ানির বাহিনীকে বায়দা নামক স্থানে মাটির নিচে ধ্বসিয়ে দেওয়া হবে। এরপর মাহদি মক্কা থেকে বের হয়ে মদিনায় যাবেন এবং ওখানে বনু হাশেমকে মুক্ত করবেন। এমন সময় কালো পতাকাবাহী লোকেরা এসে পানির উপর অবস্থান করবেকুফায় অবস্থিত সুফিয়ানির লোকেরা কালো পতাকাবাহী দলের আগমনের কথা শুনে পলায়ন করবে। কুফার সম্মানিত লোকেরা বের হবে যাদেরকে আসহাব বলা হয়ে থাকে, তাদের কাছে কিছু অস্ত্র শস্ত্রও থাকবে এবং তাদের মধ্যে বসরাবাসীদের থেকে একজন লোক থাকবে। অতঃপর কুফাবাসী সুফিয়ানির লোকদেরকে ধরে ফেলবে এবং কুফার যে সব লোক তাদের হাতে থাকবে, তাদেরকে মুক্ত করবে। পরিশেষে কালো পতাকাবাহী দল এসে মাহদির হাতে বাইয়াত গ্রহণ করবে

(আল ফিতানঃ ৮৫০, মুহাক্কিক আহমদ ইবনে সুয়াইব এই হাদিসটির সনদকে লাবাসা বিহা বা বর্ণনাটি গ্রহণ করা যেতে পারে বলেছেন)

ইতিমধ্যে Islamic State of Iraq and sham এর কালো পতাকা বহন করে বৃহত্তর খোরাসানের অন্যতম অংশ উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কাজিকিস্তান থেকে আগত মুসলিমরা সিরিয়াতে বর্তমান বনু কাল্ব গোত্রীয় শাসকের বিরুদ্ধে যুদ্ধরত। ভবিষ্যতে কি হবে আল্লাহই ভালো জানে।

এখন আমরা ইমাম মাহদির নেতৃত্বে সংঘটিত মহাযুদ্ধের পূর্বে ক্ষয়ক্ষতি বা ধ্বংসের ব্যাপারে কিছু হাদিসকে খুব সতর্কতার সাথে পর্যবেক্ষণ করব। শহর-নগরীর ধ্বংস বা ক্ষয়ক্ষতি যে সব হাদিস বর্ণিত হয়েছে, সেগুলোতে খারাবুন শব্দটি ব্যবহৃত হয়েছে। এই শব্দটি পুরোপুরি হোক বা আংশিক সব ধরনের ক্ষয়ক্ষতি বা ধবংসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। 

হযরত মাছজুর ইবনে গায়লান হযরত আবদুল্লাহ ইবনে সামিত (রাঃ) থেকে বর্ণনা করেন, 

সবার আগে ধ্বংস হওয়া ভূখণ্ড হল বসরা (বর্তমান ইরাকে) ও মিশরবর্ণনাকারী জিজ্ঞেস করলেন, ‘কি কারণে তাদের ধ্বংস নেমে আসবে; ওখানে তো অনেক বড় সম্মানিত ও বিত্তবান ব্যক্তিরা আছেন?’ উত্তরে আবদুল্লাহ ইবনে সামিত (রাঃ) বললেন, রক্তপাত, গণহত্যা ও অত্যাধিক ক্ষুধা। আর মিসরের সমস্যা হল নীলনদ শুকিয়ে যাবে আর এটিই মিসরের ধবংসের কারণ হবে

(আসসুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান, খণ্ড ৪, পৃষ্ঠা ৯০৭) 

যুক্তরাষ্ট্রের ইরাক দখলের পর থেকে আজ পর্যন্ত সেখানকার রক্তপাত, গণহত্যা ও অত্যাধিক ক্ষুধা সম্পর্কে প্রায় সব সতর্ক ঈমানদারগণই ওয়াকিবহাল। আর জুলাই ২০১৩ তে মুরসির ক্ষমতাচ্যুতির পরে মিসরের রক্তপাত ও গণহত্যা সম্পর্কেও প্রায় সব সতর্ক ঈমানদারগণই ওয়াকিবহাল।

এখন অপেক্ষা নীলনদের করুনদশার। মিশরের সবচেয়ে বড় নদীটি হল নীলনদ। কিন্তু এটিরও উৎপত্তি আফ্রিকার উগান্ডা সেন্ট্রালের ভিক্টোরিয়া ঝিল। নীলনদের পানির সবচেয়ে বড় মাধ্যম হল রুয়ান্ডা নদী। ২০১১ সালে ইথিউপিয়া সরকার ৪.৮ বিলিয়ন ডলার ব্যায়ে গ্র্যান্ড ইথিওপিয়ান রেজিস্টেন্স ড্যাম নামে ইথিওপিয়ার মধ্য দিয়ে প্রবাহমান নীল নদের উপর ড্যাম নির্মাণ শুরু করে, যার নির্মাণ কাজ শেষ হবার কথা ২০১৭ সালে। 

শুরু থেকেই মিসরের সরকার অতি নির্ভরশীল নীল নদের উপর এই ড্যাম নির্মাণের বিরোধিতা করে আসছে। সর্বশেষ ৩রা জুন ২০১৩ সালে প্রেসিডেন্ট মুরসি প্রয়োজনে এই ড্যাম ধ্বংস করার জন্য যুদ্ধ করার ঘোষণা দেন এবং এর কয়েক সপ্তাহ পরেই ক্ষমতাচ্যুত হন। 

হযরত ওহব ইবনে মুনব্বিহ সম্পর্কে বর্ণিত আছে, তিনি বলেছেন, 

মিশর ধ্বংস না হওয়া পর্যন্ত জাজিরাতুল আরব (বর্তমান সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইয়েমেন) নিরাপদ থাকবে। কুফা (বর্তমান ইরাকে) ধ্বংস না হওয়া পর্যন্ত মহাযুদ্ধ সংঘটিত হবে না। মহাযুদ্ধ সংগঠিত হয়ে গেলে বনু হাশিমের এক ব্যক্তির হাতে কুস্তুন্তুনিয়া (বর্তমান ইস্তাম্বুল) জয় হবেইরাক ধ্বংস হবে ক্ষুধা ও তরবারির (যুদ্ধের) কারণে, কুফা ধ্বংস হবে শত্রুর দিক থেকে। বসরা ধ্বংস হবে নিমজ্জনের কারণে

(আসসুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান, খণ্ড ৪, পৃষ্ঠা ৮৮৫)

এখানেও মহাযুদ্ধের পূর্বে সর্বপ্রথম মিশর ও ইরাকের ধ্বংস বা ক্ষতির কথা বলা হয়েছে এবং এই ভূখণ্ডগুলোর (ইরাক ও মিশর)  ধ্বংস বা ক্ষতির আগ পর্যন্ত জাজিরাতুল আরব (বর্তমান সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান ও ইয়েমেন) এর নিরাপদে থাকার কথা বলা হয়েছে। আর এই জাজিরাতুল আরবেই মুসলিম বিশ্বের দুই প্রাণ প্রিয় নগরী মক্কা ও মদিনা অবস্থিত।

এখন আমরা একটু বুঝার চেষ্টা করি, যেই কুফা নগরীর ধ্বংসের পরে ইমাম মাহদির নেতৃত্বে রোমানদের (খ্রিস্টানদের) সাথে মহাযুদ্ধ হবে, কখন সেই কুফা নগরী ধ্বংস হবে? 

যদিও ইমাম মাহদির আত্মপ্রকাশের আগে সিরিয়ার কাল্ব গোত্রীয় কুরায়শী শাসক (হাদিসে সুফিয়ানিউপাধি হিসাবে এসেছে) কুফায় খোরাসান থেকে আগত কালো পতাকা বাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হবে এবং পরবর্তীতে ইমাম মাহদির নেতৃত্বে কাল্বের যুদ্ধে পরাজিত করে সুফিয়ানিকে তারবিয়া হ্রদের নিকটে তাকে হত্যা করা হবে, কিন্তু কুফা নগরীর মূল ধ্বংস আসবে মুসলমানদের সাথে রোমানদের (খ্রিস্টানদের) শান্তি/সন্ধি চুক্তির পড়ে। হাদিসের আলোকে ঘটনার ধারাবাহিকতা নিম্নরূপঃ

ইমাম মাহদির আগমনের ঠিক পূর্ব হতে শুরু হওয়া যুদ্ধ থেকে শুরু করে উনার অবস্থানকালীন ও নেতৃত্বাধীন সকল যুদ্ধের ধারাবাহিক বর্ণনা সহকারে ইয়াজুজ মাজুজ হয়ে কিয়ামতের সমস্ত আলামত বর্ণনা করে হযরত হুজায়ফা (রাঃ) এর সুবিস্তৃত হাদিসে কাল্বের যুদ্ধে সুফিয়ানিকে পরাজিত করে তারবিয়া হ্রদের নিকটে তাকে হত্যা করার পরের ঘটনা যে ভাবে বর্ণিত হয়েছে,

ইমাম মাহদি মুমিনদের সঙ্গে নিয়ে রওনা হবে এবং দামেস্কে পৌঁছে যাবে। তারপর মহান আল্লাহপাক এক রোমানকে (খৃষ্টানকে) তার প্রতি প্রেরণ করবেন। তোমরা সাত বছরের জন্য (কোনও বর্ণনায় এসেছে দশ বছর) তার সাথে চুক্তি করবে

(আসসুনানুল ওয়ারিদাতুল ফিল ফিতান, খণ্ড ৫, পৃষ্ঠা ১১০) 

হযরত যু-মিখবার (রাঃ) থেকে বর্ণিত, আমি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি,

অদূর ভবিষ্যতে তোমরা রোমানদের (খ্রিস্টানদের) সাথে শান্তি চুক্তি করবে। পরে তোমরা ও তারা (খ্রিস্টানরা) মিলে তোমাদের পিছন দিককার সাথে যুদ্ধ করবে। সেই যুদ্ধে তোমরা জয়ী হবে, গনিমত অর্জন করবে এবং নিরাপত্তা লাভ করবে। তখন এক খৃষ্টান ব্যক্তি ক্রুশ উঁচিয়ে ধরে বলবে, ক্রুশ জয়ী হয়ে গেছে। ফলে মুসলমানদের এক ব্যক্তি তাতে ক্রুদ্ধ হয়ে ক্রুশটিকে ভেঙ্গে ফেলবে। এই ঘটনার সুত্র ধরে রোমানরা (খ্রিস্টানরা) বিশ্বাসঘাতকতা (সন্ধি চুক্তি ভঙ্গ) করবে

(মিশকাত শরীফ, মহাযুদ্ধ অধ্যায়, দ্বিতীয় পরিচ্ছেদ)

তখন রোমানরা তাদের রাজাকে বলবে, আরববাসীদের জন্য আপনার পক্ষ থেকে আমরাই যথেষ্ট। ফলে তারা যুদ্ধের (মহাযুদ্ধের) জন্য প্রস্তুত হয়ে যাবে এবং তারা আশিটি পতাকার তলে সমবেত হবে। আর প্রতিটি পতাকার তলে বারো হাজার করে সৈন্য থাকবে

(সহিহ ইবনে হিব্বান, মুসতাদরাকে হাকেম)

সন্ধি চুক্তির পর মুসলমান ও রোমানরা মিলে পেছনের দিককার শত্রুপক্ষের সাথে লড়াই করবে। হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) পেছনের দিককার শত্রুপক্ষকথাটির বিশ্লেষণ করেছেন যে,

তোমাদের পিছনের দিককার মানে কুনুস্তুন্তুনিয়ার (বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলের) পেছনের দিককার শত্রু (মানচিত্র অনুযায়ী বর্তমান রাশিয়া) 

(আল ফিতান, খণ্ড ২, পৃষ্ঠা ৪৩৮)

ইউনুস বিন সাইফ আল খুলানি আল ফিতানের অপর বর্ণনায় বলেছেন,

তোমরা রোমানদের (খৃষ্টানদের) সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ হবে। এরপরে তোমরা একত্রে টার্কস’ (বর্তমান রাশিয়া) এবং কারমান (ইরানের একটি প্রদেশ) আক্রমণ করবে। আল্লাহ তোমাদেরকে জয়ী করবেন

হযরত কাব (রাঃ) আল ফিতানের অপর বর্ণনায় বলেছেন,

তোমরা দশ বছরের জন্য (কোনও বর্ণনায় এসেছে সাত বছর) রোমানদের সাথে সন্ধি চুক্তি করবে। তোমরা এবং রোমানরা মিলে কুস্তুন্তুনিয়ার (বর্তমান তুরস্কের ইস্তাম্বুলের)  পেছনের দিককার শত্রুর (মানচিত্র অনুযায়ী বর্তমান রাশিয়ার) সাথে যুদ্ধ করবে। যুদ্ধ শেষে ফেরার সময় তোমরা কুস্তুন্তুনিয়া দেখতে পাবে। এবার তোমরা এবং রোমানরা মিলে কুফা নগরী আক্রমণ করবে এবং একে ধ্বংস করে ফেলবে। এরপরে তোমরা এবং রোমানরা মিলে পূর্বের কিছু এলাকা (বর্তমান ইরান) আক্রমণ করবে

আবদুল্লাহ বিন মাসুদ (রাঃ) আল ফিতানের অপর বর্ণনায় বলেছেন,

মুসলমান ও রোমানদের (খ্রিস্টানদের) মধ্যে এমনভাবে সন্ধি চুক্তি হবে যে তারা একত্রে পেছনের দিককার শত্রুর (মানচিত্র অনুযায়ী বর্তমান রাশিয়ার) সাথে যুদ্ধ করবে এবং যুদ্ধলব্ধ সম্পদ নিজেরা ভাগ করে নিবে। এরপর রোমানরা মুসলমানদের সাথে একত্রে পারস্য (বর্তমান ইরান) আক্রমণ করবে

হযরত কাব (রাঃ) রোমানদের সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন,

তোমরা রোমানদের (খ্রিস্টানদের) সাথে  সন্ধি চুক্তি করবে। এবার তোমরা এবং রোমানরা মিলে কুফা নগরী আক্রমণ করবে আর এটাই এই নগরীর ধ্বংসের কারণ হবে। (আল ফিতান, পৃষ্ঠা ২৯৬)

হাকিম ইবনে উমর বলেন,

রোমানরা (খ্রিস্টানরা) সন্ধি চুক্তির প্রস্তাব করবে। আর এটাই কুফা নগরীর ধ্বংসের কারণ হবে (আল ফিতান, পৃষ্ঠা ২৬৮)

সুতরাং ধারাবাহিকতা যা বোঝা গেল,

  • মাহদি (আত্ম প্রকাশের পূর্বে) ও মনসুর (খোরাসানের কালো পতাকাবাহী বাহিনীর এক সেনাপতি) এর কুফা গমন  
  •  কুফা থেকে হজ্জের মওসুমে মক্কা গমন
  •  হজ্জচলা কালীন মিনাতে রক্তাক্ত সংঘাতের পরে ইমাম মাহদির আত্মপ্রকাশ ও খোরাসানের কালো পতাকাবাহী বাহিনীর বাইয়াত প্রদান
  •  বায়দায় সৈন্য বাহিনীর ধ্বসে যাওয়া
  • এর পরে মক্কাতে এসে সিরিয়ার আবদালগণ (শ্রেষ্ঠ মুসলমানগণ)ও ইরাকের আসাইব (সম্মানিত মুসলমান)দের বাইয়াত প্রদান
  • খোরাসানের কালো পতাকাবাহী বাহিনী, সিরিয়ার আবদালগণও ইরাকের আসাইবগণসহ ইমাম মাহদির কুফায় ফিরে আসা
  •  সেখান থেকে সিরিয়া অভিমুখে যাত্রা 
  •  সিরিয়ার কাল্ব গোত্রীয় শাসকের সাথে কাল্বের যুদ্ধও তাকে তারবিয়া হ্রদের নিকট হত্যা রোমানদের সাথে সন্ধি চুক্তি
  • কুস্তুন্তুনিয়ার (ইস্তাম্বুলের) পেছন দিককার শত্রুর (রাশিয়ার) সাথে মুসলমান ও রোমানদের যুদ্ধ জয় 
  • মুসলমান ও রোমানদের কুফায় আগমন ও নগরী ধ্বংস 
  •   মুসলমান ও রোমানদের পারস্য (বর্তমান ইরান) আক্রমণ ও জয় 
  •   রোমানদের সন্ধিচুক্তি ভঙ্গ 
  •   রোমানদের সাথে মহাযুদ্ধ       

বর্তমানে সিরিয়ার বনু কাল্ব গোত্রের এই শাসকের সাথে রাশিয়া ও ইরানের সরাসরি সংশ্লিষ্টতা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। এই দুই ভূখণ্ড সরাসরি কূটনৈতিক সমর্থনের পাশাপাশি এই বাহিনীর কাছে অস্ত্র বিক্রি করছে। এমনকি এই দুই ভূখণ্ডের সৈন্যরা সরাসরি তার পক্ষে যুদ্ধে অংশ নিচ্ছে। কুয়েতের আরবী সংবাদপত্র আস-সিয়্যাসসার বরাত দিয়ে অনলাইন নিউজ পেপার www.kavkazcenter.com  গত ২২ শে নভেম্বর ২০১৩ তারিখে Russians participate in battle for Syrian district নামে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে। আর রয়টার্সের অন লাইন সংস্করণ www.reuters.com এ গত ৪ ঠা নভেম্বর ২০১৩ তারিখের Iran Revolutionary Guards commander killed in Syria  নামক প্রতিবেদন প্রকাশ করে। 

হযরত হুজায়ফা (রাঃ) বর্ণিত বিস্তারিত হাদিসে আছে, মাক যুদ্ধে আল্লাহ কাফেরদের উপর উপর ফোরাতের কূল থেকে খোরাসানি ধনুকের সাহায্যে তীর বর্ষণ করবে।
  অথচ আমাক (সিরিয়ায় আলেপ্পোতে তুরস্কের সীমানার কাছাকাছি গ্রাম) থেকে ফোরাত (ইরাকের ভিতর দিয়ে প্রবাহিত নদী, তুরস্ক থেকে উৎপত্তি) এর নিকটতম তীরের দূরত্ব ৭৫ কিলোমিটার। সাধারণ কোন তীর ধনুকের দ্বারা ৭৫ কিলোমিটার পার হওয়া সম্ভব নয়। এখানে ধনুকের উদ্দেশ্য তোপ বা ইংরেজিতে ল্যান্ড টু ল্যান্ড মিজাইল হতে পারে।

যদিও পশ্চিমা মিডিয়া ও একশ্রেণীর অতি সমঝদার মুসলিম নামধারী বিশ্লেষক যারা ইসলামের ভবিষ্যৎবাণী সম্পর্কে জ্ঞানশূন্য, একে তৈলক্ষেত্র দখল, আঞ্চলিক রাজনীতি, এই পক্ষ সেই পক্ষ বিষয়ক ঘটনা হিসাবে সারা মুসলিম জাহানে উপস্থাপন করেছে। অথচ এর মধ্যে লুকিয়ে রয়েছে বিশাল সতর্কবাণী।

যেহেতু হাদিসে বর্ণিত সিরিয়ার বনু কাল্ব গোত্রীয় অত্যাচারী শাসককে ইমাম মাহদি নিজে হত্যা করবেন আর ইমাম মাহদির আত্মপ্রকাশ হবে হজ্জের মৌসুমে মিনাতে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে, তাই বর্তমান শাসক যতদিন বেঁচে থাকবে (মারা গেলে বুঝা যাবে এই শাসক হাদিসে বর্ণিত সেই শাসক নয়), আমরা ততদিন সমগ্র ইরাক, সিরিয়া, খোরাসান ও জাজিরাতুল আরবের ভূখণ্ডগুলোর প্রতিটি  রাজনৈতিক, অর্থনৈতিক,  সামাজিক সর্বোপরি সামরিক পরিস্থিতির উপর 

=========================

 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free