Let your mind to be opened to explore the truth
This is my way (ISLAM); I invite to Allah with insight :12-No Sura Yousuf: Verse-108.”

Ten Commandments Analysis

Description: A review of what are the Ten Commandments and their place in Jewish, Christian, and Islamic faiths.

 

The Ten Commandments have their origin in the Jewish religion, but they are also found in the Christian Bibles. It is said to be inscribed on two tablets that were given by Allah to Moses. In the Bible, they are recorded in Exodus 20:2-17 and Deuteronomy 5:6-21. The Exodus list is more commonly accepted by Christians. Encyclopedia Britannica describes them to be a "list of religious precepts that...were divinely revealed to Moses (pbuh) on Mt. Sinai and were engraved on two tablets of stone." **

 

[**-"Ten Commandments." Encyclopedia Britannica. Encyclopedia Britannica Online. Encyclopedia Britannica Inc., 2012. Web. 10 Jan. 2012.

(http://www.britannica.com/EBchecked/topic/587032/Ten-Commandments).]

 

"Judaism teaches that the first tablet, containing the first five declarations, identifies duties regarding our relationship with Allah, while the second tablet, containing the last five declarations, identifies duties regarding our relationship with other people."[1] Catholics believe, "The Ten Commandments are precepts bearing on the fundamental obligations of religion and morality and embodying the revealed expression of the Creator's will in relation to man's whole duty to Allah and to his fellow-creatures."[2] The Hebrew, Protestant, and Catholic versions differ. This is not a well-known fact. [3]

 

[1] (http://www.jewfaq.org/10.htm)

[2] (http://www.newadvent.org/cathen/04153a.htm)

[3] The Ten Commandments as Public Ritual. Contributors: Derek H. Davis - author. Journal Title: Journal of Church and State. Volume: 44. Issue: 2. Publication Year: 2002. Page Number: 221.

 

Ibn Mas'ud, a famous companion of Prophet Muhammad said [Tirmidhi]:

 

"Whoever wishes to ascertain the will of Prophet Muhammad on which the Prophet has put his seal, let him read the Statement of Allah, and then he recited the three verses." The Prophet of Islam himself said,

"Who among you will give me his pledge to do three things," he then recited the verse 6:151 and continued, "Whoever fulfills (this pledge), then his reward will be with Allah, but whoever fell into shortcomings and Allah punishes him for it in this life, then that will be his recompense. Whoever Allah delays (his reckoning) until the Hereafter, then his matter is with Allah. If He wills, He will punish him, and if He wills, He will forgive him.''

 

 

In summary, in the Islamic view, these commandments contain what Allah wills for the life of all people. It has five orders and a similar number of prohibitions that define the relationship of man and his Creator, man's obligations to his family, and commandments that order his social life. What follows are the ten commandments of Quran and their relevance to modern life.

 

Let us have a simple discussion with Quran.

 

Say, "Come, I will recite what your Lord has prohibited to you. [He commands] that you not associate anything with Him, and to parents, good treatment, and do not kill your children out of poverty; We will provide for you and them. And do not approach immoralities - what is apparent of them and what is concealed. And do not kill the soul which Allah has forbidden [to be killed] except by [legal] right. This has He instructed you that you may use reason."

 

[6 No Sura Anam::Verse151]

আপনি বলুনঃ এস, আমি তোমাদেরকে ঐসব বিষয় পাঠ করে শুনাই, যেগুলো তোমাদের প্রতিপালক তোমাদের জন্যে হারাম করেছেন। তাএই যে, আল্লাহর সাথে কোন কিছুকে অংশীদার করো না, পিতা-মাতার সাথে সদয় ব্যবহার করো, স্বীয় সন্তানদেরকে দারিদ্রে কারণে হত্যা করো না, আমি তোমাদেরকে ও তাদেরকে আহার দেই, নির্লজ্জতার কাছেও যেয়ো না, প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য, যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, তাকে হত্যা করো না; কিন্তু ন্যায়ভাবে। তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন, যেন তোমরা বুঝ। -- ‌

[৬ নং সুরা আনাম: আয়াত ১৫১]

And do not approach the orphan's property except in a way that is best until he reaches maturity. And give full measure and weight in justice. We do not charge any soul except [with that within] its capacity. And when you testify, be just, even if [it concerns] a near relative. And the covenant of Allah fulfill. This has He instructed you that you may remember. --[6:152]

এতীমদের ধনসম্পদের কাছেও যেয়ো না; কিন্তু উত্তম পন্থায় যে পর্যন্ত সে বয়ঃপ্রাপ্ত না হয়। ওজন ও মাপ পূর্ণ কর ন্যায় সহকারে। আমি কাউকে তার সাধ্যের অতীত কষ্ট দেই না। যখন তোমরা কথা বল, তখন সুবিচার কর, যদিও সে আত্নীয়ও হয়। আল্লাহর অঙ্গীকার পূর্ণ কর। -- ‌[6:152]

And, [moreover], this is My path, which is straight, so follow it; and do not follow [other] ways, for you will be separated from His way. This has He instructed you that you may become righteous. --[6:153]

তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন, যেন তোমরা উপদেশ গ্রহণ কর। নিশ্চিত এটি আমার সরল পথ। অতএব, এ পথে চল এবং অন্যান্য পথে চলো না। তা হলে সেসব পথ তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন, যাতে তোমরা সংযত হও। -- ‌[6:153]

 

And your Lord has decreed that you not worship except Him, and to parents, good treatment. Whether one or both of them reach old age [while] with you, say not to them [so much as], "uff," and do not repel them but speak to them a noble word. -- ‌[17:23]

তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব-ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে উহ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা। -- ‌[17:23]

 

 

And lower to them the wing of humility out of mercy and say, "My Lord, have mercy upon them as they brought me up [when I was] small." -- ‌[17:24]

তাদের সামনে ভালবাসার সাথে, নম্রভাবে মাথা নত করে দাও এবং বলঃ হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম কর, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন। -- ‌[17:24]

Your Lord is most knowing of what is within yourselves. If you should be righteous [in intention] - then indeed He is ever, to the often returning [to Him], Forgiving. -- ‌[17:25]

তোমাদের পালনকর্তা তোমাদের মনে যা আছে তা ভালই জানেন। যদি তোমরা সৎ হও, তবে তিনি তওবাকারীদের জন্যে ক্ষমাশীল। -- ‌[17:25]

And give the relative his right, and [also] the poor and the traveler, and do not spend wastefully. -- ‌[17:26]

আত্নীয়-স্বজনকে তার হক দান কর এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও। এবং কিছুতেই অপব্যয় করো না। -- ‌[17:26]

Indeed, the wasteful are brothers of the devils, and ever has Satan been to his Lord ungrateful. -- ‌[17:27]

নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ। -- ‌[17:27]

And if you [must] turn away from the needy awaiting mercy from your Lord which you expect, then speak to them a gentle word. -- ‌[17:28]

এবং তোমার পালনকর্তার করুণার প্রত্যাশায় অপেক্ষামান থাকাকালে যদি কোন সময় তাদেরকে বিমুখ করতে হয়, তখন তাদের সাথে নম্রভাবে কথা বল। -- ‌[17:28]

And do not make your hand [as] chained to your neck or extend it completely and [thereby] become blamed and insolvent. -- ‌[17:29]

তুমি একেবারে ব্যয়-কুষ্ঠ হয়োনা এবং একেবারে মুক্ত হস্তও হয়ো না। তাহলে তুমি তিরস্কৃতি, নিঃস্ব হয়ে বসে থাকবে। -- ‌[17:29]

Indeed, your Lord extends provision for whom He wills and restricts [it]. Indeed He is ever, concerning His servants, Acquainted and Seeing. -- ‌[17:30]

নিশ্চয় তোমার পালকর্তা যাকে ইচ্ছা অধিক জীবনোপকরণ দান করেন এবং তিনিই তা সংকুচিতও করে দেন। তিনিই তাঁর বান্দাদের সম্পর্কে ভালোভাবে অবহিত,-সব কিছু দেখছেন। -- ‌[17:30]

And do not kill your children for fear of poverty. We provide for them and for you. Indeed, their killing is ever a great sin. -- ‌[17:31]

দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। তাদেরকে এবং তোমাদেরকে আমিই জীবনোপকরণ দিয়ে থাকি। নিশ্চয় তাদেরকে হত্যা করা মারাত্নক অপরাধ। -- ‌[17:31]

And do not approach unlawful sexual intercourse. Indeed, it is ever an immorality and is evil as a way. -- ‌[17:32]

আর ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। -- ‌[17:32]

And do not kill the soul which Allah has forbidden, except by right. And whoever is killed unjustly - We have given his heir authority, but let him not exceed limits in [the matter of] taking life. Indeed, he has been supported [by the law]. -- ‌[17:33]

সে প্রাণকে হত্যা করো না, যাকে আল্লাহ হারাম করেছেন; কিন্তু ন্যায়ভাবে। যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয়, আমি তার উত্তরাধিকারীকে ক্ষমতা দান করি। অতএব, সে যেন হত্যার ব্যাপারে সীমা লঙ্ঘন না করে। নিশ্চয় সে সাহায্যপ্রাপ্ত। -- ‌[17:33]

And do not approach the property of an orphan, except in the way that is best, until he reaches maturity. And fulfill [every] commitment. Indeed, the commitment is ever [that about which one will be] questioned. -- ‌[17:34]

আর, এতিমের মালের কাছেও যেয়ো না, একমাত্র তার কল্যাণ আকাংখা ছাড়া; সংশ্লিষ্ট ব্যক্তির যৌবনে পদার্পন করা পর্যন্ত এবং অঙ্গীকার পূর্ন কর। নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। -- ‌[17:34]

And give full measure when you measure, and weigh with an even balance. That is the best [way] and best in result. -- ‌[17:35]

মেপে দেয়ার সময় পূর্ণ মাপে দেবে এবং সঠিক দাঁড়িপালায় ওজন করবে। এটা উত্তম; এর পরিণাম শুভ। -- ‌[17:35]

And do not pursue that of which you have no knowledge. Indeed, the hearing, the sight and the heart - about all those [one] will be questioned. -- ‌[17:36]

যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই, তার পিছনে পড়ো না। নিশ্চয় কান, চক্ষু ও অন্তঃকরণ এদের প্রত্যেকটিই জিজ্ঞাসিত হবে। -- ‌[17:36]

And do not walk upon the earth exultantly. Indeed, you will never tear the earth [apart], and you will never reach the mountains in height. -- ‌[17:37]

পৃথিবীতে দম্ভভরে পদচারণা করো না। নিশ্চয় তুমি তো ভূ পৃষ্ঠকে কখনই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনই পর্বত প্রমাণ হতে পারবে না। -- ‌[17:37]

All that - its evil is ever, in the sight of your Lord, detested. -- ‌[17:38]

এ সবের মধ্যে যেগুলো মন্দকাজ, সেগুলো তোমার পালনকর্তার কাছে অপছন্দনীয়। -- ‌[17:38]

That is from what your Lord has revealed to you, [O Muhammad], of wisdom. And, [O mankind], do not make [as equal] with Allah another deity, lest you be thrown into Hell, blamed and banished. -- ‌[17:39]

এটা ঐ হিকমতের অন্তর্ভূক্ত, যা আপনার পালনকর্তা আপনাকে ওহী মারফত দান করেছেন। আল্লাহর সাথে অন্য কোন উপাস্য স্থির করবেন না। তাহলে অভিযুক্ত ও আল্লাহর অনুগ্রহ থেকে বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। -- ‌[17:39]

 

 

First Commandment: Join not anything in worship with Allah (Shirk) - আল্লাহর সাথে কোন কিছুকে অংশীদার করো না

 

Second Commandment: Be good and dutiful to parents

         -পিতা-মাতার সাথে সদয় ব্যবহার করো

 

Third Commandment: Kill not your children because of poverty           -স্বীয় সন্তানদেরকে দারিদ্রে কারণে হত্যা করো না, আমি তোমাদেরকে ও তাদেরকে আহার দেই

 

Forth Commandment: Come not near to shameful sins whether committed openly or secretly-নির্লজ্জতার কাছেও যেয়ো না, প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য

This commandment deals with sexual conduct to protect the family structure. What are "shameful" sins? Islam teaches that they are adultery, fornication, incest, and homosexuality.The Quran lays down several steps to curb moral decadence spread by shameful sins:

1. Institution of marriage.

2. Emphasis on dress code for women.

3. Avoiding temptations by lowering the gaze (for both men and women).

4. Prohibition to enter others people's houses uninvited.

 

 

Fifth Commandment: Kill not anyone whom Allah has forbidden-যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, তাকে হত্যা করো না; কিন্তু ন্যায়ভাবে।

 

Because of that, We decreed upon the Children of Israel that whoever kills a soul unless for a soul or for corruption [done] in the land - it is as if he had slain mankind entirely. And whoever saves one - it is as if he had saved mankind entirely. And our messengers had certainly come to them with clear proofs. Then indeed many of them, [even] after that, throughout the land, were transgressors. ‌[5:32]

এ কারণেই আমি বনী-ইসলাঈলের প্রতি লিখে দিয়েছি যে, যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে। এবং যে কারও জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন রক্ষা করে। তাদের কাছে আমার পয়গম্বরগণ প্রকাশ্য নিদর্শনাবলী নিয়ে এসেছেন। বস্তুতঃ এরপরও তাদের অনেক লোক পৃথিবীতে সীমাতিক্রম করে। ‌[5:32]

      

 

As a complete code of life, Islamic law protects the lives of:

 

1. A Muslim

2. A non-Muslim citizen of a Muslim country

3. Non-Muslims who have peace treaties with Muslim countries

4. Any non-Muslim who has taken temporary residence in a Muslim country.

 

 

Sixth Commandment: Come not near to the orphan's property, except to improve it, until he (or she) attains the age of full strength - এতীমদের ধনসম্পদের কাছেও যেয়ো না; কিন্তু উত্তম পন্থায় যে পর্যন্ত সে বয়ঃপ্রাপ্ত না হয়।

 

 

Seventh Commandment: Give full measure and full weight with justice -ওজন ও মাপ পূর্ণ কর ন্যায় সহকারে।

 

 

 

 

Eighth Commandment: Whenever you speak, say the truth even if a near relative is concerned -যখন তোমরা কথা বল, তখন সুবিচার কর, যদিও সে আত্নীয়ও হয়।

 

 

 

Ninth Commandment: Fulfill the Covenant of Allah-আল্লাহর অঙ্গীকার পূর্ণ কর।

 

In general, “Covenant to man” it ensures trust, maintains justice, and brings equality in society.

 

The Covenant of Allah” is the promise made to Allah. The basic principle is Allah commands and forbids, hence he is to be obeyed. It is an indication of loyalty to his word and to Him. Negligence in this matter indicates hypocrisy. Aptly, Lord ends with an emphasis:

 

"This is what He commands you to do, so that you may bear in mind."

 

Tenth Commandment: And, indeed, this is My Straight Path, so follow it, and do not follow other paths, for they will separate you away from His Path. This He has ordained for you that you may become pious. - নিশ্চিত এটি আমার সরল পথ। অতএব, এ পথে চল এবং অন্যান্য পথে চলো না। তা হলে সেসব পথ তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে।তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন, যাতে তোমরা সংযত হও।

 

Straight Path of Allah is His religion that he sent us through His prophets, completing it with His final message which He sent through Prophet Muhammad (pbuh).

 

The other paths are ancient religions that have been corrupted or cancelled as well as misleading ideologies and philosophies.

 

 

===========================================

 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free